Covid 19 RT-PCR Test
এখন থেকে আপনাদের পরিচিত প্রতিষ্ঠান সীমান্তিকে বিদেশগামীরা করোনার জন্য পিসিআর টেস্ট করতে পারবেন।
কোভিড ১৯ পরীক্ষার জন্য যেসব জিনিস সঙ্গে আনতে হবে।
১. মূল পাসপোর্ট
২. পাসপোর্ট এর ফটোকপি
৩. টিকেট এর ফটোকপি
৪. পূরণকৃত ফরম এর প্রিন্ট কপি
ফরম পূরণ করতে নিচের Registration লিখা বাটনে ক্লিক করুন।
করোনা টেস্ট করতে আসার সময় কি কি সঙ্গে নিয়ে আসবো?
কোভিড ১৯ পরীক্ষার জন্য যেসব জিনিস সঙ্গে নিয়ে আসতে হবে।
১. মূল পাসপোর্ট
২. পাসপোর্ট এর ফটোকপি
৩. টিকেট এর ফটোকপি
৪. পূরণকৃত ফরম এর প্রিন্ট কপি
অনলাইন ফরম কোথায় কিভাবে পূরণ করবো?
ফরম পূরণের জন্য সীমান্তিকের নির্দিষ্ট ওয়েবসাইট – http://www.shimantik.sjitbd.com/applicants/application ভিজিট করে আপনার ফরমটি পূরণ (Registration) করে প্রিন্ট করে সঙ্গে নিয়ে আসবেন। অথবা আপনার আশেপাশের যে কোনো কম্পিউটারের দোকান থেকে উক্ত লিংকে গিয়ে ফরমটি পূরণ করে প্রিন্ট করতে পারবেন।
সীমান্তিকের করোনা টেস্ট করতে কোথায় আসবো?
সীমান্তিক কালেকশন সেন্টার, রোজভিউ পয়েন্ট, (ল কলেজের পাশে) উপশহর, সিলেট এ আপনি সরাসরি উপস্থিত হয়ে সেম্পুল দিতে হবে।
সীমান্তিক কালেকশন সেন্টার প্রতিদিন সকাল ৮:00 টা হইতে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকে, আপনি কখন বা কোনদিন এসে সেম্পুল দিবেন এটা নির্ভর করবে আপনার এয়ারলাইন্স / ফ্লাইট / বিমানের সময়ের উপর, যেমন: কোনো কোনো এয়ারলাইন্স ২৪ ঘন্টা আবার কোনোটা ৪৮ ঘন্টার ভিতরে করোনা সার্টিফিকেট নিয়ে যেতে বলা হয়।
বি.দ্র. আমেরিকার ক্ষেত্রে ১ দিন আগে করতে হয় (1 Calendar Day ) বাকি সবগুলোর ক্ষেত্রে সর্বনিম্ন ৪৮ ঘন্টা
আপনার করোনা টেস্ট এর সেম্পুল দেওয়ার প্রায় ৬ ঘন্টার মধ্যে আপনার রিপোর্ট পেয়ে যাবেন। ল্যাব টেস্ট শেষ হওয়ার পর ম্যাসেজের মাধ্যমে আপনার রিপোর্ট বা রিজাল্ট জানিয়ে দেওয়া হবে। তবে নেটওয়ার্কজনিত কারণে অনেক সময় মেসেজ যেতে একটু দেরি হতেই পারে, তাই আপনি সেম্পুল দেওয়ার ৬ ঘন্টা পর সরকারী ওয়েবসাইট থেকে রিপোর্টটি চেক করে নিবেন। রিপোর্ট চলে আসলে সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন।
বি.দ্র. বিদ্যুৎ এবং ল্যাবরেটরিতে যান্ত্রিক গোলযোগের কারণে উক্ত সময়ে রিপোর্ট ডেলিভারিতে বিলম্ব হতে পারে।
হ্যা, শুক্রবারসহ প্রতিদিন সকাল ৮ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত খোলা থাকে।
করোনা টেস্ট করার জন্য সরকার কতৃক নির্ধারিত ফি ২৫০০ টাকা।
আপনার রিপোর্টটি ডাউনলোড করতে নিচের Report Download লিখা বাটনে ক্লিক করুন।