Shimantik RT-PCR LAB

Covid 19 RT-PCR Test

এখন থেকে আপনাদের পরিচিত প্রতিষ্ঠান সীমান্তিকে বিদেশগামীরা করোনার জন্য পিসিআর টেস্ট করতে পারবেন।

কোভিড ১৯ পরীক্ষার জন্য যেসব জিনিস সঙ্গে আনতে হবে।

১. মূল পাসপোর্ট
২. পাসপোর্ট এর ফটোকপি
৩. টিকেট এর ফটোকপি
৪. পূরণকৃত ফরম এর প্রিন্ট কপি

ঠিকানা: সীমান্তিক কালেকশন সেন্টার, রোজভিউ পয়েন্ট, (ল কলেজের পাশে)  উপশহর, সিলেট  

ফরম পূরণ করতে নিচের Registration লিখা বাটনে ক্লিক করুন।


Registration

সীমান্তিকের পিসিআর ল্যাবে করোনা টেস্ট করা নিয়ে আপনাদের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর –

কোভিড ১৯ পরীক্ষার জন্য যেসব জিনিস সঙ্গে নিয়ে আসতে হবে।

১. মূল পাসপোর্ট
২. পাসপোর্ট এর ফটোকপি
৩. টিকেট এর ফটোকপি
৪. পূরণকৃত ফরম এর প্রিন্ট কপি


ফরম পূরণের জন্য সীমান্তিকের নির্দিষ্ট ওয়েবসাইট – http://www.shimantik.sjitbd.com/applicants/application ভিজিট করে আপনার ফরমটি পূরণ (Registration) করে প্রিন্ট করে সঙ্গে নিয়ে আসবেন। অথবা আপনার আশেপাশের যে কোনো কম্পিউটারের দোকান থেকে উক্ত লিংকে গিয়ে ফরমটি পূরণ করে প্রিন্ট করতে পারবেন।


সীমান্তিক কালেকশন সেন্টার, রোজভিউ পয়েন্ট, (ল কলেজের পাশে) উপশহর, সিলেট এ আপনি সরাসরি উপস্থিত হয়ে সেম্পুল দিতে হবে। 


সীমান্তিক কালেকশন সেন্টার প্রতিদিন সকাল ৮:00 টা হইতে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকে, আপনি কখন বা কোনদিন এসে সেম্পুল দিবেন এটা নির্ভর করবে আপনার এয়ারলাইন্স / ফ্লাইট /  বিমানের সময়ের উপর, যেমন: কোনো কোনো এয়ারলাইন্স ২৪ ঘন্টা আবার কোনোটা ৪৮ ঘন্টার ভিতরে করোনা সার্টিফিকেট নিয়ে যেতে বলা হয়।

বি.দ্র. আমেরিকার ক্ষেত্রে ১ দিন আগে করতে হয় (1 Calendar Day ) বাকি সবগুলোর ক্ষেত্রে সর্বনিম্ন ৪৮ ঘন্টা


আপনার করোনা টেস্ট এর সেম্পুল দেওয়ার প্রায় ৬ ঘন্টার মধ্যে আপনার রিপোর্ট পেয়ে যাবেন। ল্যাব টেস্ট শেষ হওয়ার পর ম্যাসেজের মাধ্যমে আপনার রিপোর্ট বা রিজাল্ট জানিয়ে দেওয়া হবে। তবে নেটওয়ার্কজনিত কারণে অনেক সময় মেসেজ যেতে একটু দেরি হতেই পারে, তাই আপনি সেম্পুল দেওয়ার ৬ ঘন্টা পর সরকারী ওয়েবসাইট থেকে রিপোর্টটি চেক করে নিবেন। রিপোর্ট চলে আসলে সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন।

বি.দ্র. বিদ্যুৎ এবং ল্যাবরেটরিতে যান্ত্রিক গোলযোগের কারণে উক্ত সময়ে রিপোর্ট ডেলিভারিতে বিলম্ব হতে পারে।


হ্যা, শুক্রবারসহ প্রতিদিন সকাল ৮ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত খোলা থাকে।


করোনা টেস্ট করার জন্য সরকার কতৃক নির্ধারিত ফি ২৫০০ টাকা।

কিভাবে ফরম পূরণ করবেন বিস্তারিত দেখে নিন

Step 01

ফরম পূরণ করতে নিচের Registration লিখা বাটনে ক্লিক করুন।


Registration

Step 02

Registration লিখা বাটনে ক্লিক করার পর নিচের ছবির মতো একটা ফরমের পেইজ খুলবে, সেখানে আপনার সঠিক সকল তথ্য দিয়ে ভালো করে বুঝে ফরমটি ফিলআপ করে Submit বাটনে ক্লিক করবেন।

মনে রাখবেন ফরমে দেওয়া ভুল তথ্যের জন্য কতৃপক্ষ কোনো দায় নিবে না। ফরমে দেওয়া নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, পাসপোর্ট নাম্বার সহ বিস্তারিত তথ্য যেভাবে দেওয়া থাকবে আপনার রিপোর্টে সেভাবেই আসবে।

বিদেশযাত্রীদের ক্ষেত্রে Foreign Traveler বাটনে ক্লিক করে সেই তথ্যটুকুও ফিলআপ করতে হবে। নিচের পিকচার ফলো করুন-

Step 03

Submit এ ক্লিক করার পর নিচের ছবির মতো ফিলআপকৃত ২ পৃষ্ঠার ফরমটি দেখাবে। সবকিছু ঠিকঠাক থাকলে উপরে লিখা Print বাটনে ক্লিক করে ফরমটি প্রিন্ট করে নিন।

Step 04

ফরমটি Print করা হয়ে গেলে আপনার ফ্লাইটের তারিখ ও সময় এর উপর নির্ভর করে সেম্পুল দিতে চলে আসবেন ।
ঠিকানা: সীমান্তিক কালেকশন সেন্টার, রোজভিউ পয়েন্ট, (ল কলেজের পাশে)  উপশহর, সিলেট।

সেম্পুল কখন দিবেন বিস্তারিত –

সেম্পুল কখন দিতে আসবেন সেটা নির্ভর করে আপনার ফ্লাইটের সময়ের উপর। উদাহরণ হিসেবে ধরুন আপনার ফ্লাইটের সময় ৫ তারিখ সন্ধ্যা ৫ টা থেকে রাত ১২টার ভিতরে তাহলে আপনি ৪ তারিখ দুপুর ২ টা হতে বিকাল ৪ টার মধ্যে সেম্পুল প্রদান করবেন। আর যদি আপনার ফ্লাইটের সময় ৬ তারিখ রাত ১ টা হতে সকাল ৮ টার ভিতরে হয় তাহলে ৫ তারিখ সকাল ৮:৩০ হতে বিকাল ৪ টার মধ্যে সেম্পুল প্রদান করবেন।

কিভাবে রিপোর্ট ডাউনলোড করবেন বিস্তারিত দেখে নিন

Step 01

RT-PCR Covid-19 Test Report

আপনার রিপোর্টটি ডাউনলোড করতে নিচের Report Download লিখা বাটনে ক্লিক করুন।


Report Download

Step 02

Report Download এ ক্লিক করার পর নিচের ছবির মতো একটা পেইজ আসবে, সেখানে টেস্টের সময় দেওয়া মোবাইল নাম্বারটি ইংরেজীতে লিখে Get OTP তে ক্লিক করবেন –

Step 03

তারপর আপনার মোবাইলে একটা ৪ সংখ্যার OTP Code
যাবে, সেই কোডটি ৪ মিনিটের মধ্যে (ওটিপি কোড টাইপ করুন) এই জায়গায় দিয়ে (সাবমিট করুন) লিখায় ক্লিক করবেন –

Step 04

ওটিপি কোড দেওয়ার পর, আপনার রিপোর্টটি রেডি হয়ে গেলে নিচের ছবির মতো আপনার টেস্টের ফলাফল ওয়েবসাইটে দেখাবে। তখন ডান পাশে Show লিখা বাটনে ক্লিক করে রিপোর্টটি প্রিন্ট করে নিবেন।